জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বকশীগঞ্জ পৌর শহরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।
এসময় বকশীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর শফিকুল্লাহ মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মওলানা আদেল ইবনে আওয়াল, পৌর জামায়াতের আমীর আব্দুল মতিন, পৌর জামায়াতের সেক্রেটারি মওলানা রাশেদুল ইসলাম রাশেদী সহ সকল ইউনিয়ন জামায়াতের আমির, ইসলামী ছাত্র শিবির ও যুব জামায়াতের নেতাকর্মী সহ সমর্থকরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে বকশীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড বটতলা গিয়ে শেষ হয়। পরে বটতলা চত্বরে সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫দফা দাবি আদায় নিয়ে বক্তব্য রাখেন।
৫দফা দাবি গুলো হলো ১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে, সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। বক্তারা বলেন এসব দাবি আদায় ও কার্যকর না হলে জাতীয় নির্বাচন সম্ভব না।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.