Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলে তাজের ব্যতিক্রমী কর্মসূচি

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে খুলনার তেরখাদা উপজেলার আটলিয়ায় অনুষ্ঠিত হয়েছে বিএনপির উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী সচেতনতা ও সাংগঠনিক কর্মসূচি। ইউনিয়ন বিএনপির আয়োজনে এই কর্মসূচি সম্পন্ন হয় শুক্রবার(২৬ সেপ্টেম্বর)।

এই আয়োজনের সার্বিক দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং তেরখাদা-রূপসা-দিঘলিয়ার প্রথিতযশা নেতা শরীফ শাহ কামাল তাজ। তার উদ্যোগ ও পরিকল্পনায় আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল—৩১ দফা রূপরেখার গুরুত্ব তুলে ধরা, স্থানীয় জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করা।

এই কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং লিফলেট বিতরণ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাবেক নেতা ডা. এসএম মকিদুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা আতাউর খান। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শরীফ নাইমুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ কামরান হাসান এবং প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রদল নেতা মো. আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, ছাত্রদলের সাবেক নেতা আমিনুর রহমান মল্লিক, শরিফুল ইসলাম, শহর আলী আজগর, সিকদার জাহিদ হাসান, সিকদার গোলাম রসুল এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোল্লা নুরুল হুদা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রাজিব শেখ, মো. আমিন মাহমুদ, মো. আরিফ মল্লিক, মো. সাখাওয়াত হোসেন, ফারহান, আরিফ, রাজু চৌধুরী, মহিদুল ইসলাম ও নয়ন।

সকলের সম্মিলিত উপস্থিতিতে তেরখাদার রাজনৈতিক মঞ্চে এক গঠনমূলক পরিবেশ তৈরি হয়, যেখানে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি স্পষ্ট হয়ে ওঠে।

লিফলেট বিতরণের মাধ্যমে ৩১ দফা কর্মসূচির মূল বার্তাসমূহ স্থানীয় জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি আলোচনা পর্বে বিশ্লেষণধর্মী উপস্থাপনার মাধ্যমে রূপরেখার প্রতিটি দফার বাস্তবতাও তুলে ধরা হয়।

এই রূপরেখায় নির্বাচন ব্যবস্থার সংস্কার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা, মানবাধিকার রক্ষা, দুর্নীতির জবাবদিহিতা এবং অর্থনৈতিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। আয়োজকরা মনে করেন, এই কর্মসূচি শুধু রাজনৈতিক প্রচার নয়, বরং একটি সচেতনতা তৈরির প্রক্রিয়া।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শুধু রাজনৈতিক নয়, সামাজিক দায়িত্ববোধও প্রকাশ পায়। ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় নতুন চারা রোপণ করে পরিবেশ রক্ষায় প্রতীকী বার্তা দেওয়া হয়।

এই কর্মসূচিকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে যে সাড়া পাওয়া গেছে, তা ভবিষ্যতের সাংগঠনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আয়োজকরা মনে করছেন। দলীয় নেতৃত্ব ও স্থানীয় কর্মীদের মধ্যে পারস্পরিক সংযোগ, দায়িত্ববোধ এবং অংশগ্রহণ বাড়ানোর জন্য এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।