দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টায় দৌলতপুর থানার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ বাজারে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর ও কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মো. বেলাল উদ্দিন এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার। সমাবেশে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. আরজ উল্লাহ, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মাস্টার এনামুল হক, উপজেলা জামায়াতের শ্রমিক কল্যাণ কমিটির সভাপতি আহসান হাবিব।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার বলেন, আজ দেশে নির্যাতিত, নিপীড়িত মানুষের মুক্তির বদলে শোষণ, বৈষম্য ও দুর্নীতির রাজত্ব কায়েম হয়েছে। আমরা দেখছি, ইসলামের ওপর এক দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হচ্ছে। পশ্চিমা সভ্যতার ছোবলে এক ধরনের সাংস্কৃতিক ঝড় বইছে, যার লক্ষ্য ইসলামকে দুর্বল করা, মেরুদন্ড ভেঙে দেওয়া এবং মুসলমানদের হতাশার অন্ধকারে ঠেলে দেওয়া। কিন্তু আমরা জানিয়ে দিতে চাই, এসব কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
আমরা অন্ধকারকে চিরে ইসলামের বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। সেই দিন আর দূরে নয়। বাংলাদেশে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দিন বলেন, আমরা এমন একটি সমাজ চাই, যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে এবং নেতৃত্বে থাকবে সৎ ও যোগ্য মানুষ। জনগণের অধিকার ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। বাংলাদেশে ৯০ ভাগ মানুষ মুসলমান।
এদেশের রাজধানীকে মসজিদের নগরী বলা হয়। আমাদের সংবিধানের শুরুতেই লেখা আছে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’। সেখানে ধর্মনিরপেক্ষতা ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস উল্লেখ রয়েছে। অথচ দুঃখজনক হলেও সত্য আজকের বাংলাদেশে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে পবিত্র কুরআনের আলোকে সমাজ, রাষ্ট্র, আইন ও অর্থনীতির বিষয়ে আলোচনা মসজিদে করতে দেওয়া হচ্ছে না। সুদ, ঘুষ, জুয়া, ব্যভিচার ইত্যাদি সম্পর্কে আল্লাহ তায়ালা যা বলেছেন, সেসব বিষয়ে হক কথা বলা আজ নিষিদ্ধের পর্যাযে চলে গেছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসব অন্যায় মেনে নিলে ঈমান থাকে না।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ৫ দফা দাবি মেনে নিতে হবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। বিক্ষোভ মিছিল ও সমাবেশে দৌলতপুরের বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.