Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে দূর্গম রোডে সোলার লাইটসহ পাহারা ও টহল ঘরের উদ্বোধন

মো.রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

মো.রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে ছাতিয়ান কালিতলার দুই কিলোমিটার দীর্ঘ দুর্গম মাঠে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধের জন্য সোলার লাইটসহ নতুন পাহারা ও টহল ঘরের উদ্বোধন করেছেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর-পোড়াদহ সড়কের ছাতিয়ান ইউনিয়নের বিষন্নতা মাঠে ঘরের উদ্বোধন করা হয়। এ সময় মিরপুর থানার ওসি মোঃ মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া একই রোডে তিনটি সোলার লাইটের উদ্বোধনও করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, “বিগত কয়েক মাসে এই রোডে বেশ কয়েকটি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই পরিস্থিতিতে গ্রামবাসী ও পুলিশ রাতের পাহারায় নেমেছিলেন। কিন্তু ঝড়-বৃষ্টির সময় দুর্গম রোডে পাহারা দেওয়া ছিল কঠিন। তাই মিরপুর উপজেলা পরিষদের উদ্যোগে এই ঘর ও সোলার লাইট নির্মাণ করা হয়েছে, যা অপরাধ কমাতে ও পাহারা সহজ করতে সহায়ক হবে।”

 

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, “দুর্গম রোডে অতীতের অপ্রীতিকর ঘটনা তদন্ত করে আসামি গ্রেপ্তার করা হয়েছে। এখন গ্রামবাসী ও পুলিশের সহযোগিতায় পাহারা জোরদার করা হচ্ছে। নতুন ঘর ও সোলার লাইট স্থাপনের ফলে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে।”

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য উজ্জ্বল হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব লিংকন, ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেবুল ইসলাম এবং স্থানীয় গ্রামবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।