Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বহু দলের শাসন আমরা দেখেছি কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখিনি- ফয়জুল করীম

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, “ওসি সাহেব পরিবর্তন হয়, ঘুষ সাহেব পরিবর্তন হয় না। বহু দলের শাসন আমরা দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি কিন্তু ভাগ্যের পরিবর্তন আমরা দেখিনি। কারণ নেতা পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি-আদর্শের পরিবর্তন হয়নি।”

 

তিনি আরও বলেন, বিভিন্ন দল ভিন্ন ভিন্ন প্রতীক নিয়ে জনগণের কাছে আসে। আওয়ামী লীগ নৌকা, বিএনপি ধানের শীষ, জাতীয় পার্টি লাঙ্গল নিয়ে নির্বাচন করে। অথচ যারা নৌকায় নির্বাচন করে তারা নৌকা চালাতে জানে না, যারা ধানের শীষে নির্বাচন করে তারা ধান কাটতে জানে না, যারা লাঙ্গল প্রতীক নিয়ে আসে তারা লাঙ্গল তুলতেও জানে না। কিন্তু হাতপাখা এমন একটি প্রতীক যা নারী-পুরুষ নির্বিশেষে সবাই চালাতে পারে। তাই হাতপাখা শুধু কোনো দলের নয়, বরং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার প্রতীক। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, “জীবনে অনেককেই ভোট দিয়েছেন, অন্তত একবার ইসলামকে পরীক্ষা করুন। ইসলাম প্রতারণার জন্য আসেনি, ইসলামের বিজয় হবেই।”

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক স্কুল মাঠে ইসলামী আন্দোলন নগরকান্দা ও সালথা উপজেলা শাখার আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী, জাতীয় ওলামা মাশায়েখ আয়মা পরিষদের সালথা উপজেলা শাখার সভাপতি শায়খুল হাদীস মুফতি আবু জাফর, নগরকান্দা উপজেলার সভাপতি মুফতি ফরিদ উদ্দীন মাসুদ, ফরিদপুর-২ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা শাহ মুহাম্মদ জালালউদ্দিন, নগরকান্দা উপজেলার সভাপতি মওলানা রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মোস্তফা কামাল ও মওলানা লিয়াকত আলী।

 

আরও বক্তব্য রাখেন মাওলানা ডা. হাবিবুর রহমান ও মাওলানা মুহাম্মদ ইউনুস।

সভা পরিচালনা করেন মো. শহিদুল ইসলাম ও বেলাল হোসেন আশ্রাফী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।