কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় “জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবি আদায়” এর লক্ষ্যে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসাইন। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার রক্ষায় জামায়াত সর্বদা অঙ্গীকারবদ্ধ। আমরা ন্যায়সঙ্গত আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায় করবো।”
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা। তিনি বক্তব্যে বলেন,
“এই দেশকে সত্যিকার গণতন্ত্রের পথে ফিরিয়ে নিতে হলে জুলাই সনদের আইনিভিত্তি অনুসরণ করে পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। বর্তমান পরিস্থিতিতে জনগণের আস্থা ফিরিয়ে আনার একমাত্র পথ এটাই। জনগণ ভোটাধিকার হারিয়ে আজ বঞ্চিত। তাই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিই এখন সময়ের দাবি।”
তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। জনগণের শক্তিই আমাদের মূল শক্তি। এই দাবি শুধু জামায়াতের নয়, এটা পুরো জনগণের দাবি।”
অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস. এম. হাফিজুর রহমান। তিনি বলেন, “এই আন্দোলন জনগণের আন্দোলন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ের জন্য রাজপথে আছি এবং থাকবো।”
এছাড়াও বক্তব্য রাখেন পৌর আমির প্রভাষক মু. ওয়াহিদুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সেক্রেটারি এস. এম. রিদওয়ানুন্নবী, পৌর সেক্রেটারি মু. মো. মিকাইল হোসেন কুবাদ, উপজেলা যুববিভাগের সভাপতি মু. মনিরুজ্জামান, শ্রমিক বিভাগের সভাপতি এস. এম. জিয়াউল হাসান, উলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল হাসান এবং ছাত্রশিবির সভাপতি জাবেদ হোসেনসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা পাঁচ দফা দাবিকে ন্যায্য উল্লেখ করে তা বাস্তবায়নে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.