Nabadhara
ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোরআন ও হাদিসে অহংকার, মানুষের ধ্বংসের কারণ

নবধারা ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক

পবিত্র কোরআন ও হাদিসে অহংকারকে মারাত্মক পাপ হিসেবে উল্লেখ করা হয়েছে। যা শুধু আখেরাতে নয়, দুনিয়াতেও মানুষের পতনের কারণ।

কোরআনে বলা হয়েছে, সূরা লুকমান (১৮)-এ মানুষকে সতর্ক করা হয়েছে: “মানুষের দিক থেকে মুখ ঘুরিয়ে কথা বলো না এবং পৃথিবীতে গর্বের সঙ্গে চলবে না। নিশ্চয়ই আল্লাহ কোনো বড়াইকারী ও অহংকারীকে পছন্দ করেন না।”

সূরা ইসরা (৩৭)-এ উল্লেখ আছে: “মাটির বুকে গর্বের সাথে চলবে না। নিশ্চয়ই তুমি কখনো পায়েরচাপে জমিনকে বিদীর্ণ করতে পারবে না। আর পাহাড়ের সমান উঁচুও হতে পারবে না।”

এছাড়া সূরা কাসাস (৫৮)-এ ধ্বংসের উদাহরণ দিয়ে বলা হয়েছে: “এমন কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, সেখানকার লোকেরা ধন-সম্পদের অহংকার করত। শেষ পর্যন্ত আমিই (এসবের) মালিক রয়েছি।”

হাদিসে রাসুলুল্লাহ (সা.)বলেছেন: “যার অন্তরে সুঁই পরিমাণ অহংকার রয়েছে, সে বেহেশতে প্রবেশ করতে পারবে না।” অন্য একটি হাদিসে বলা হয়েছে, “অহংকারী ও অহংকারের মিথ্যা ভানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না।”

পবিত্র কোরআন ও হাদিসে অহংকারকে ধ্বংসাত্মক গুনাহ হিসেবে চিহ্নিত করেছে। তাই প্রত্যেক মুসলমানের জন্য অহংকার ত্যাগ করে বিনয় ও নম্রতার পথে চলা অপরিহার্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।