মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসার উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে লিমি আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত লিমি পূর্ব বালিগ্রাম এলাকার আনোয়ার হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে খোলা জায়গায় বসে থাকা অবস্থায় হঠাৎ অন্ধকারে একটি বিষাক্ত সাপ লিমিকে কামড় দেয়। চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন তাকে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা ভর্তি করে চিকিৎসা শুরু করলেও ভ্যাকসিন প্রয়োগের আগেই লিমির মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, “হাসপাতালে আসতে দেরি হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। সময়মতো ভ্যাকসিন প্রয়োগ করা গেলে মেয়েটিকে বাঁচানো যেত।”
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.