
মফিজুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দোগাছি গ্রামের রিপন মন্ডলের পাঁচ বছরের ছেলে লামিম হোসেন তার মামাতো ভাই আড়ুয়াকান্দি গ্রামের উজ্জল বিশ্বাসের সাত বছরের ছেলে আপনকে নিয়ে সকালে খালে ছিপ ফেলে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে তারা অসাবধানতাবশত খালে পড়ে যায়। খালের প্রবল স্রোতে তারা তলিয়ে গেলে ঘটনাস্থলে উপস্থিত গ্রামবাসী তা দেখে দ্রুত তাদের উদ্ধার করে। পরে গুরুতর অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দু’জনকেই মৃত ঘোষণা করেন। হঠাৎ এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিশুদের মৃত্যুতে গ্রামে নেমে এসেছে নিস্তব্ধতা, পরিবারগুলোর সদস্যরা শোকে মূহ্যমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।