Nabadhara
ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় ১৫০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

“কৃষিই সমৃদ্ধি”—এই স্লোগানকে সামনে রেখে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কৃষি মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন—সরকার কৃষকের বন্ধু। আমরা চাই, আলফাডাঙ্গার প্রতিটি বসতভিটা ও মাঠ আবাদে ভরে উঠুক। কৃষকরা যেন এই বীজ ও সার ব্যবহার করে পরিবারের চাহিদা পূরণ করতে পারেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হন, এটাই আমাদের লক্ষ্য।” সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আজ যারা প্রণোদনা পাচ্ছেন, তাঁরা যেন সঠিকভাবে ব্যবহার করে অন্যদের জন্যও উদাহরণ তৈরি করেন।” এদিন মোট ১৫০ জন কৃষকের মাঝে লাউ বীজ ২০ জন, মিষ্টি কুমড়া ৪০ জন, শসা ২০ জন ও বেগুনের বীজ ৭০ জন কৃষককে প্রদান করা হয়। এছাড়া প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

বীজ ও সার পেয়ে কৃষক নূরুল ইসলাম বলেন—আমরা প্রান্তিক কৃষকরা এই সহায়তা পেয়ে খুশি। এতে উৎপাদন বাড়বে, কষ্টও কিছুটা কমবে।”

নারী কৃষক হাসিনা বেগম বলেন—আগে সার-বীজ নিয়ে দুশ্চিন্তা করতে হতো। আজ বিনামূল্যে পেয়ে মনে হচ্ছে সরকার সত্যিই আমাদের যত্ন নিচ্ছে।” কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ কর্মসূচি কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

স্থানীয় কৃষকেরা মনে করছেন, এ প্রণোদনা কাজে লাগালে এবারের রবি মৌসুমে আলফাডাঙ্গার মাঠ ভরে উঠবে শীতকালীন সবজিতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।