Nabadhara
ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী ঢাকা রুটের বাস চলাচল টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ

MEHADI HASAN
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে একটি বাস ছাড়া ঢাকা রুটের যাত্রীবাহী সকল বাস চলাচল শনিবার (২৭ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। চালক ও শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়ানো নিয়ে মালিকদের সাথে মতবিরোধের কারণে মালিকপক্ষ বাস চলাচল বন্ধ রেখেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। আগে থেকে টিকিট কেটে রাখা অনেক যাত্রী টার্মিনালে এসে ফিরে যাচ্ছে।

উদ্ভুত পরিস্থিতিতে শনিবার দুপুরে ঢাকায় পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠক হবার কথা থাকলেও বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন দেশের বাইরে থাকায় বৈঠকটি হয়নি বলে জানা গেছে ।

আগামীকাল রবিবার বৈঠক হতে পারে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল। বাস মালিকরা জানান, বাসচালক ও শ্রমিকদের দাবির প্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিকপক্ষের বৈঠকের পর বেতন বাড়িয়েছেন। এখন চালক ও শ্রমিকরা নতুন করে আরো কিছু দাবি জানিয়েছে। এর মধ্যে রাস্তায় যাত্রী তোলার দাবি করেছে তারা। তবে যাত্রীদের নিরাপত্তার কারণে মালিকরা রাস্তায় যাত্রী তুলতে রাজি না।

একাধিক মতবিরোধের কারণে মালিকরা বাস বন্ধ রাখতে বাধ্য হয়েছেন বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।