মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে মধুমতী সেতু হয়ে রুইজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। পদ্মা সেতুর মাধ্যমে রাজধানী ঢাকার সাথে সরাসরি যুক্ত এই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা জনদুর্ভোগ এবং দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবার সকালে মহম্মদপুর সদর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ইসহাক শেখ ও সাধারণ সম্পাদক শরিফুল শিকদারের উদ্যোগে সংগঠনের অর্থায়নে সড়কে ইট ও মাটি ব্যবহার করে ভাঙা সড়কটি সংস্কারের কাজ শুরু করা হয়। পথচারী ও যানবাহন চালকরা তাদের এই উদ্যোগকে প্রশংসা করেছেন।
শ্রমিকদল নেতারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় ট্রলি, ট্রাকসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। চালক ও যাত্রীদের পাশাপাশি যানবাহনের মালিকরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা জানান, একাধিকবার উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই জনদুর্ভোগ কমানোর জন্য নিজেদের উদ্যোগে সংস্কার কাজ শুরু করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তার বলেন, “সড়কটি দ্রুত সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।” উপজেলা প্রকৌশলী মো. গোলজার রহমান জানান, বরাদ্দ চেয়ে প্রধান নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদন করা হয়েছে, বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু করা হবে।