Nabadhara
ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় দুর্গাপূজা মণ্ডপে পারভেজ মল্লিকের সম্প্রীতির বার্তা

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৫ ৮:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তেরখাদা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং খুলনা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সাহাপাড়া কেন্দ্রীয় মন্দিরসহ একাধিক পূজামণ্ডপে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। দুর্গাপূজার এই আনন্দঘন মুহূর্তে হিন্দু সম্প্রদায়ের ভক্ত, পুরোহিত ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেন পারভেজ মল্লিক। এ সময় পূজামণ্ডপগুলোতে উৎসবের আমেজে ভরপুর এক মিলনমেলা তৈরি হয়। ভক্তদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দদের নগদ অর্থ হাতে তুলে দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পারভেজ মল্লিক বলেন, “ধর্ম ব্যক্তিগত, উৎসব সবার। আমরা এসেছি সমাজে বিভাজনের নয়, বরং ঐক্যের বার্তা পৌঁছে দিতে। বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, আছে এবং থাকবে।” তিনি আরও বলেন, বাংলাদেশের বহু ধর্ম ও সংস্কৃতির সহাবস্থানই আমাদের জাতীয় গৌরব। বিএনপির রাজনীতি অসাম্প্রদায়িক মূল্যবোধের ভিত্তিতেই গড়ে উঠেছে। পরিদর্শনকালে পারভেজ মল্লিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির উল্লেখ করেন।

তিনি বলেন, “এই কর্মসূচির মূল উদ্দেশ্য দেশের শান্তি ফিরিয়ে আনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার নিশ্চিত করা। আমরা চাই মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে একটি কল্যাণমুখী বাংলাদেশ গঠন করতে।” দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রশাসন, মন্দির কমিটি এবং স্থানীয় বাসিন্দাদের প্রশংসা করে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। এই সফরে পারভেজ মল্লিকের সঙ্গে ছিলেন তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন, দেলোয়ার হোসেন দিলু, রবিউল ইসলাম লাখু, শেখ লালিম, গোলজার আলম, সরদার জিয়াউর রহমান, আরিফ শেখ, আব্দুল আজিজ, মোল্লা বাহার, বনি আমিন, আসাবুর রহমান, এনামুল হক, শাহেদ, নাজমুল শেখ, জুয়েল রানা সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পারভেজ মল্লিকের এই সফর রাজনৈতিক সৌজন্যের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। সবার মিলেমিশে থাকার বার্তাই ছিল তার এই সফরের মূল প্রেরণা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।