রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা ৩ নম্বর ওয়ার্ডে তানভীর হাসান শুভ (২৯) নামের এক যুবককে নিজ ঘরে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘটে যাওয়া এ ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়।
তানভীরের পরিবার সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে হঠাৎ একটি শব্দ শুনে পরিবারের সদস্যরা তার রুমে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে ধারণা করা হয়, কানে লাগানো হেডফোন থেকেই কোনো দুর্ঘটনা ঘটেছে। তবে পরবর্তীতে তার কক্ষ থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতির মাঝেই ভোর সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, “নিহত তানভীর তার নিজ রুমে একা ছিলেন এবং রাতে হেডফোনে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্বৃত্তরা সম্ভবত থাই জানালার ফাঁক দিয়ে গুলি চালায়। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে।”
নিহত তানভীর হাসান শুভ দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক মার্কেটিং কোম্পানিতে জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
এই নির্মম হত্যাকাণ্ডে এলাকাজুড়ে চরম শোকের ছায়া নেমে এসেছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে—তা এখনো স্পষ্ট নয়।
নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.