Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় করোনা আক্রান্ত হয়ে ইউপি সদস্যের মৃত্যু

Bayzid Saad
আগস্ট ৬, ২০২১ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে উপেন্দ্রনাথ বিশ্বাস (৫২) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উপেন্দ্রনাথ বিশ্বাস উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ও শুয়াগ্রামের মৃত রাজবিহারী বিশ্বাসের ছেলে।

করোনা উপসর্গ নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে উপেন্দ্রনাথ বিশ্বাস কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তার নমুনা পরীক্ষা দেয়। বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। এখানের চিকিৎসাকদের পরামর্শে তাকে সন্ধ্যায় গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওই দিন রাত ১১টার দিকে তিনি মারা যায়। এর আগে সন্ধ্যায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে তার পারিবারিব সূত্রে জানাগেছে।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাওন সিকদার টুটু নবধারা কে বলেন, এ পর্যন্ত এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৬জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১০১৮ ও সুস্থ হয়েছেন ৮৫১জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।