কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ গ্রামের উছমান মিয়ার একমাত্র ছেলে মো. ওয়াসিম (১৭) ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াসিমসহ চারজন কিশোর নদীর এক পাশে দাঁড়িয়ে মাছ ধরছিলেন। পরে তাঁরা নদীর অপর পাড়ে যাওয়ার চেষ্টা করেন। তিনজন কোনোভাবে সাঁতরে তীরে উঠতে পারলেও ওয়াসিম নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে অপর তীরে পৌঁছাতে পারেননি। প্রত্যক্ষদর্শী এক তরুণ বলেন, “আমরা চেষ্টা করেও ওকে বাঁচাতে পারিনি। চোখের সামনে হারিয়ে গেল।”
খবর পেয়ে এলাকাবাসী দীর্ঘ সময় ধরে স্থানীয়ভাবে খোঁজাখুঁজি চালান। পরে ফরিদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোবারক হোসেন বিষয়টি উপজেলা প্রশাসন ও কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএমকে অবহিত করেন।
বেলা ২টার দিকে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করা হয়। কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন খন্দকার নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসানও অভিযান পর্যবেক্ষণ করেন।
টানা ৫ ঘণ্টার প্রচেষ্টার পরও সন্ধ্যা ৭টার দিকে ওয়াসিমকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস সদস্যরা জানান, নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে। আজকের মতো উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে; আগামীকাল (বৃহস্পতিবার) সকাল থেকে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।
হঠাৎ ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ওয়াসিম ছিল পরিবারের একমাত্র সন্তান এবং এলাকাবাসীর প্রিয় মুখ। তাঁর নিখোঁজ হওয়ার খবরে গোটা গ্রাম স্তব্ধ হয়ে পড়েছে।