শারমিন সুলতানা, নরসিংদী প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, সংখ্যা লঘু আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই বংলাদেশি। আমরা সবাই সমান। এই কথা মনে রেখে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দুর হবার পরে আশা করি একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে এবং দরিদ্রের উপর শোষণ থেকে দরিদ্র মানুষকে মুক্ত করার জন্য।তিনি আজ বুধবার সন্ধ্যায় পলাশ বাজার সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন।
তিনি আরো বলেন শারদীয় দূর্গা পূজার মূল বার্তা উপলব্ধি করতে হবে। বছরে একবার মা দূর্গা আসেন পৃথিবীতে এক বছরের পাপ জঞ্জাল দূর করে দেয়ার জন্য।তেমনি অসুরের রুপেও কিছু মানুষ পৃথিবীতে আসে অন্যায় অবিচার করতে।তাই এখান থেকে শিক্ষা নিয়ে সকল অবিচারের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পলাশ বাজার সার্বজনীন দূর্গামন্দিরের ভার প্রাপ্ত সভাপতি প্রদীপ চন্দ্র ধর,পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক,যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.