আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে।বুধবার (০১ অক্টোবর ) শহরের ইটাগাছার সংগ্রাম প্লাজায় অবস্থিত ভাড়া করা কার্যালয়টি খালি হয়েছে। বাংলাদেশে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ডেপুটি চিফ অপারেটিং অফিসার স্বাক্ষরিত এক চিঠিতে ভবন মালিককে আগেই খালি করার বিষয়টি জানানো হয়েছিলো। চিঠি অনুযায়ী নির্ধারিত দিনে ভিসা সেন্টারটি আনুষ্ঠানিকভাবে খালি করলো কর্তৃপক্ষ । চলতি বছরের ২৮ আগস্ট ভবন মালিককে লিখিতভাবে কক্ষ খালি করার নোটিশ দেওয়া হয় বলে ভবন মালিক প্রতিবেদককে নিশ্চিত করেছেন। ২০২৪ এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মাত্র দুই মাস সেন্টারটির কার্যক্রম চালু ছিলো। এরপর থেকে অদ্যাবধি অফিসটি তালাবদ্ধ থাকে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরা শহরের ইটাগাছায় বিশিষ্ট ব্যবসায়ী বশির উদ্দিনের সংগ্রাম প্লাজার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সাতক্ষীরায় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছিলো।
ভবনটির ম্যানেজার লক্ষ্মীনাথ গাইন জানান, প্রায় এক মাস আগে ইন্ডিয়ান ভিসা সেন্টারের কর্তৃপক্ষ তাদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলো যে, সাতক্ষীরায় আর ভিসা অফিস রাখা হবে না।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.