কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূজার আনন্দে শামিল হয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার মোট ৪৩টি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম রিপন, সাবেক সদস্য সচিব নূর জামাল খসরু, সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব মিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, রেজাউল করিম রেজা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদর, ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির, আলফাডাঙ্গা বাজার পূজা মণ্ডপসহ উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে খন্দকার নাসিরুল ইসলাম বলেন—
“শারদীয় দুর্গাপূজা বাঙালির হাজার বছরের সংস্কৃতির ঐতিহ্য বহন করে। এ উৎসব সব মানুষের জন্য শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা বয়ে আনুক।”
অন্যদিকে, আলফাডাঙ্গা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস বলেন—
“ধর্ম যার যার, উৎসব সবার। পূজার আনন্দে রাজনৈতিক নেতাদের পাশে পাওয়া আমাদের জন্য অনুপ্রেরণার।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.