রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় খুলনার তেরখাদায় চার মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশন। মাধ্যমিকে জিপিএ–৫ পাওয়া এসব শিক্ষার্থী পরিবারিক অসচ্ছলতার কারণে কলেজে ভর্তি হতে পারছিলেন না। মানবিক এই প্রেক্ষাপটেই ফাউন্ডেশনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে তেরখাদার নিজ বাড়িতে এক ঘরোয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির অর্থ তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। তিনি বলেন,এলাকার মেধাবী কেউ যেন কেবল টাকার অভাবে উচ্চশিক্ষা থেকে ছিটকে না পড়ে, সে চিন্তা থেকেই এই সহায়তা।
তারেক রহমানের নেতৃত্বে তরুণদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার যে নিরবচ্ছিন্ন প্রয়াস চলছে, এই উদ্যোগ তারই অংশ বলে জানান তিনি। পারভেজ মল্লিক বলেন, ‘সবার জন্য শিক্ষা—এই মূলনীতিকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, এ ধরনের মানবিক সহায়তা আগামীতেও চলবে।’
শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা বর্তমানে তেরখাদা উপজেলার সরকারি নর্থ খুলনা কলেজে ভর্তি হতে যাচ্ছে। পরিবার থেকে জানানো হয়েছে, অর্থাভাবে তারা ভর্তি ফি ও প্রাথমিক খরচ জোগাড় করতে পারছিল না। বিষয়টি জানার পরই ফাউন্ডেশনের পক্ষ থেকে এগিয়ে আসেন পারভেজ মল্লিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক তুহিন মোল্লা এবং কোকো মেমোরিয়াল টেস্টের কো-অর্ডিনেটর মো. ফারুক হোসেন। তারা শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং ফাউন্ডেশনের এই উদ্যোগকে ভবিষ্যতের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ মল্লিকের নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন ইতোমধ্যে নানা সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা করার লক্ষ্যে গঠিত এই ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।