কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ গ্রামে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া কিশোর মো. ওয়াসিমের (১৭) মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
ওয়াসিম নলবাইদ গ্রামের উছমান মিয়ার একমাত্র ছেলে।
জানা যায়, বুধবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে বন্ধুদের সঙ্গে নদীতে মাছ ধরতে যায় ওয়াসিম। নদীর অপর পাড়ে যাওয়ার সময় হঠাৎ স্রোতের টানে সে তলিয়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ব্যর্থ হওয়ার পর রাতে অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করলে বিকেলে নদীতে ওয়াসিমের মরদেহ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
ফরিদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোবারক হোসেন বলেন,“কুলিয়ারচর থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। উদ্ধার কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করেছে।”
এদিকে হঠাৎ এ ঘটনায় ওয়াসিমের পরিবারসহ পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ সময় অপেক্ষার পর মরদেহ উদ্ধারের খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।