Nabadhara
ঢাকাশনিবার , ৭ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে এসিল্যন্ডের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

Bayzid Saad
আগস্ট ৭, ২০২১ ৮:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ

বাগেরহাটের চিতলমারীতে প্রশাসনের হস্তক্ষেপে দশম শ্রেশেনির এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।

গতকাল শুক্রবার উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরানপুর গ্রামের আসাদ শেখের ছেলে মিজান শেখ (৩০) এর (১৭) বছর বয়সের দশম শ্রেনির ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে এ বিয়ে বন্ধ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা।

এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর পক্ষকে ৩ হাজার টাকা জরিমানাসহ উভয় পক্ষ মুচলেকা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নবধারা কে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারেন উপজেরার পরানপুর গ্রামে দশম শ্রেনির এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় তিনি পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিবাহটি বন্ধ করেন এবং বরের পিতাকে ৩ হাজার টাকা জরিমানাসহ তার পিতা মেয়ের প্রাপ্ত ১৮ বছর না হলে বিয়ে দিবেনা এবং ছেলে পক্ষ কোন কিশোরী মেয়েকে বিয়ে করবেনা মর্মে মুচলেকা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।