শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ই্উনিয়নের গন্ডব-চালিঘাট গ্রামের দীর্ঘ দিনের চলমান গ্রাম্য আধিপত্য বিস্তার ও সামাজিক বিরোধ নিরসন এর লক্ষে নড়াইল পুলিশ সুপার উদ্দোগে লোহাগড়া থানার আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে ।
গত শুক্রবার (৬ আগষ্ট) বিকালে কাশিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীর কুমার রায়, পিপিএম(বার), পুলিশ সুপার নড়াইল, বিশেষ অতিথি ছিলেন শিকদার আব্দুল হান্নান রুনু, চেয়ারম্যান উপজেলা পরিষদ, লোহাগড়া, তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নড়াইল, মোঃ আলাউদ্দিন মুন্সি, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, লোহাগড়া উপজেলা উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন শেখ আবু হেনা মিলন, অফিসার ইনচার্জ, লোহাগড়া থানা, নড়াইল।
অদ্যকার আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় সাবেক মেম্বর সাইফার ও বিল্লব হোসেন সহ উভয় গ্রুপের নেতৃত্বদানকারী লোকজন ভবিষ্যতে কোন প্রকার আইন-শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত হবেন না অঙ্গিকার করেন এবং উভয় গ্রুপ ঢাল-সড়কি জমা প্রদান করেন।