শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে ৭ আগস্ট ইউনিয়ন পর্যায়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকাল ৯ টায় উপজেলার ঘোড়াদাইড় সরকারী প্রাঃ বিদ্যালয়ে এই টিকাদান কর্মর্সচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন।
সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে টিকাদান কেন্দ্রে ভিড় জমান পচিশোধ্ব নারী-পুরুষ।। টিকা কেন্দ্রে ভিড় ছিল উপচে পড়া, অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোধ্ব বয়স্ক, নারী-পুরুষ বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধীদের টিকা দেওয়া হয়েছে। লোকজন আগ্রহ সহকারে টিকা গ্রহন করেছে।
টিকাদান কার্যক্রমের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, কে, আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান এস কে হায়দার মামুন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান , সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করীম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, সহযোগিতায় ছিলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, শিক্ষক, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, আনছার ভিডিপি, গ্রাম পুলিশ, স্কাউট, স্বেচ্ছা সেবক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাস নবধারা কে বলেন, সাধারণ মানুষের দ্বারপ্রান্তে টিকা পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে ৭ আগস্ট টিকাদান কার্যক্রম শুধুর হয়েছে । নিবন্ধনের মাধ্যমে প্রতিটি ইউনিয়নের ১টি কেন্দ্রে ৩টি বুথে ৬০০ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলে এই টিকাদান কার্যক্রম। ৭টি ইউনিয়নে ৪২০০ নারী পুরুষকে টিকা দেওয়া হয়েছে।