Nabadhara
ঢাকাশনিবার , ৭ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাট পুলিশের অভিযানে ফেন্সিডিল ও গাঁজা সহ আটক ২

Bayzid Saad
আগস্ট ৭, ২০২১ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার উদয়পুর উত্তরকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার উদয়পুর উত্তরকান্দি এলাকার মৃত হেমায়েত কাজীর ছেলে সুখ মিয়া কাজী (৪৫) ও একই এলাকার মৃত বচন মোল্লার ছেলে এনায়েত মোল্লা। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মোল্লাহাট থানার মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে সুখ মিয়া কাজী (৪৫) পিতা-মৃতঃ হেমায়েত কাজী ও এনায়েত মোল্লা (২৯) পিতা-মৃতঃ বচন মোল্লা, উভয় সাং-উদয়পুর উত্তরকান্দি, শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে উদয়পুর ইউনিয়নের উদয়পুর উত্তরকান্দি এলাকা হতে ১৫ বোতল ফেন্সিডিল এবং ১৫০ গ্রাম গাঁজা সহ তাদের আটক করা হয়। আসামীরা কুখ্যাত পেশাদার মাদক ব্যবসায়ী। আসামী সুখ মিয়ার বিরুদ্ধে বহু মামলা রয়েছে। সুখ মিয়া অভিনব কায়দায় মাটির নিচে ফেন্সিডিল পুঁতে রেখেছিল। কিন্তু অবশেষে থানা পুলিশের কৌশলের কাছে পরাজিত হয়ে নিজেদের হাতে মাটি খুঁড়ে ফেন্সিডিল বাহির করে দেয়। এই সংক্রান্তের অভিযোগে তাদের বিরুদ্ধে মোল্লাহাট থানায় মামলা হয়েছে।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ নবধারা কে জানান, আসামীরা পেশাদার মাসক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মাদকের বিরুধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।