শেখ শাহিনুর ইসলাম শাহিন মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটের জনপ্রিয় ফেসবুক গ্রুপ “হৃদয়ে মোল্লাহাট ” গ্রুপের পক্ষ থেকে কোভিড-১৯ টিকা গ্রহন কারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ৯ টায় এডমিন প্যানেলের সকলের সহযোগীতায়, এডমিন প্যানেল সদস্য সজীব কুমার সরকারের নেতৃত্বে একঝাঁক উদীয়মান স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে উপজেলায় উদয়পুর, কুলিয়া, কোদালিয়া, আটজুড়ি, গাংনী, চুনখোলা এলাকায় সংগঠনের পক্ষ থেকে টিকা গ্রহণ কারীদের মাস্ক বিতরণ করা হয়।
এসময় হৃদয়ে মোল্লাহাটের স্বেচছাসেবক গণ টিকা রেজিষ্ট্রেশন ও টিকা প্রদানে সার্বিকভাবে সহায়তা করেন।স্বেচ্ছাসেবকদের মধ্যে অন্যতম সজীব সরকার, রাফিনা আক্তার বর্ষা, তামিমুল ইসলাম, শেখ শাকিল মাহমুদ, তানভীর সোহেল, প্রিয়া সরকার, মৌসুমী রহমান, তানভীর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সার্বিকভাবে একাজে সহায়তা করায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন টিম হৃদয়ে মোল্লাহাটকে ধন্যবাদ জানান এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এডমিন প্যানেল হৃদয়ে মোল্লাহাট, ভবিষ্যৎে এমন মানবিক উদ্যোগে পাশে থাকবে সামাজিক উন্নয়নমূলক এই গ্রুপটি।