শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টারঃ
সাংবাদিক, আবৃত্তিকার ও মানবতার সেবায় নিবেদিত প্রাণ, করোনাযোদ্ধা মেহেদী হাসান করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। কিছুদিন আগেও যিনি করোনা রোগীর বাড়তে বাড়িতে অক্সিজেন সেবা দিতে ছুটছেন তিনি নিজেই করোনাক্রান্ত হয়ে বর্তমানে ১০০ শয্যাবিশিষ্ট টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের ৪০১ নাম্বার কেবিনে ডাক্তার গৌতম কুমারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
করোনা কালীন সময়ে অনলাইন পত্রিকা নবধারার বিশেষ উদ্যোগ “টিম নবধারা অক্সিজেন সেবা” এর সাথে তিনি করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে অক্সিজেন সেবা দিয়ে আসছেন।
গত ১ আগষ্ট তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার দেহে করোনা পজেটিভ ধরা পড়ে। তার একমাত্র ছেলে ‘দেশ’ বাবার জন্য কেঁদে বুক ভাসাচ্ছে। অবুঝ শিশুটি যেন কোন বারণ শুনতে চাইছে না। দেশ জানেনা নিষ্ঠুর করোনা সবাইকে বিচ্ছিন্ন করে রাখে। শিশুটি বাবার কাছে যাওয়ার জন্য তার আকুতি ও চোখে জল দেখে অনেকেই হতবাক হয়েছেন।