মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অপরজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাতে উপজেলার খানপুর ইউনিয়নের মাসনা ও কুলটিয়া গ্রামে এ দুটি মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসনা গ্রামের কৃষক আবদুস সাত্তার (৫০) বুধবার সন্ধ্যায় মাছ ধরার জন্য স্থানীয় নালায় ফাঁদ (ঘুনি) পেতে যান। পরদিন ভোরে ফাঁদ তুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশের মাছচাষি জসিম উদ্দিন তার মাছের ঘেরে চুরি ঠেকাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে সাত্তারকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, কুলটিয়া গ্রামের কৃষক অমল রায় (৫০) গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে তিনি ঘুমাতে যান। ভোরে স্ত্রী নিভা রায় জেগে উঠে দেখতে পান, বারান্দার ফ্যানের হুকে গামছা পেঁচিয়ে স্বামী ফাঁস দিয়েছেন। প্রতিবেশীদের সহযোগিতায় তাকে নামানো হলেও ততক্ষণে তিনি মারা যান।
খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ পৃথক দুটি স্থানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মনিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় দুটি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.