Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, পিতা গুরুতর আহত

যশোর প্রতিনিধি
অক্টোবর ৯, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মোঃ চঞ্চল গাজী (২৮) নামে এক যুবক নিহত ও তার পিতা মোঃ মধু গাজী (৫২) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতিয়া গ্রামের ইসরাইল ডাক্তারের বাড়ির সামনে দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জেরে মোঃ চঞ্চল গাজী ও তার পিতা মধু গাজীর সঙ্গে প্রতিবেশী মোঃ রবিউল (৩৫), মোঃ বিল্লাল হোসেন (৪০), মোঃ মাহিম (২৫) ও মোঃ সাদ্দাম (৪৫)-এর কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে চঞ্চল ও মধু গাজীকে ছুরিকাঘাত করে গুরুতরভাবে আহত করে।

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল প্রায় ১১টা ৩০ মিনিটে চঞ্চল গাজী মারা যান। বর্তমানে আহত মধু গাজী ও অভিযুক্ত রবিউল ইসলাম একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

খবর পেয়ে যশোর কোতয়ালী থানার ওসি আবুল হাসনাত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাটি পূর্ব শত্রুতাজনিত বিরোধের জের ধরে ঘটেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।