বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে “ আমি কন্যা শিশু স্বপ্নগড়ি,সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি ” প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেনের এর সভাপতিত্বে এসময় পিআইও হাবীবুর রহমান সুমন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি সহ কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, স্থানীয় সংবাদ কর্মী, বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জাতীয় কন্যা শিশু দিবস তাৎপর্যপূণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।