জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের অভিযোগে জব্দ করা ১,৮৬০ কেজি চাল উপজেলার তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বড়তারা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির বিতরণের চাল অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের অভিযোগে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িতদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১,৮৬০ কেজি চাল জব্দ করে ক্ষেতলাল থানায় জিম্মায় রাখা হয়।
পরবর্তীতে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১২টার দিকে থানার জিম্মা থেকে ওই চাল উপজেলার তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। এর মধ্যে মামুদপুর দারুল উলুম হাফেজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় ৬৬০ কেজি, পুটিমারি দারুস সুন্নাহ নূরানী হাফেজিয়া মাদ্রাসায় ৬০০ কেজি এবং ক্ষেতলাল ধনকুড়াইল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৬০০ কেজি চাল প্রদান করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ক্ষেতলাল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, উপজেলা খাদ্য পরিদর্শক হুমায়ুন কবির, মামুদপুর মাদ্রাসার পরিচালক হাফেজ মো. আইয়ুব আলী, হাফেজ আজিজ ও তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.