জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনিতে প্রতিবন্ধীদের পরিচর্চাকারী পিতামাতা ও যত্নশীলদের জন্য “পজিটিভ প্যারেন্টিং” বা ইতিবাচক অভিভাবকত্ব বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা অফিসার্স ক্লাবে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলে ৯ অক্টোবর পর্যন্ত।
লিলিয়ানা ফান্ডসের অর্থায়নে, সিডিডি-এর সহায়তায় এবং আইডিয়ালের আয়োজনে ৭ অক্টোবর কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলার ২৫ জন প্রতিবন্ধী শিশু-কিশোরদের পিতামাতা ও পরিচর্চাকারী।
প্রশিক্ষণ প্রদান করেন ম্যাগ ইন সিবিআর প্রকল্পের সিবিআর অফিসার সুব্রত বাছাড় ও ফিল্ড ট্রেইনার আপ্তাবুর জামান। এতে পজিটিভ প্যারেন্টিং ছাড়াও প্রতিবন্ধিতা, মানসিক বিকাশ, যত্নের কৌশলসহ বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
এই ধরনের প্রশিক্ষণ পরিচর্চাকারীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং প্রতিবন্ধীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়তা করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।