Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটার টাউনশ্রীপুর হাইস্কুলে সহকারী প্রধান শিক্ষক ও আয়াকে অপসারণের দাবিতে মানববন্ধন

Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা৷ (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার ব্যানার্জী ও একই স্কুলের আয়া জান্নাতুল ফেরদৌসের অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে তাদের অপসারনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার ৯ অক্টোবর সকাল ১০টায় স্কুলের সামনে দেবহাটা-টাউনশ্রীপুর সড়কে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত কিছুদিন আগে উক্ত শিক্ষক ও আয়া অনৈতিক কর্মকান্ডের সময় কুলিয়া এলাকায় এলাকাবাসীর মাধ্যমে আটক হয়। পরবর্তীতে তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়। এ ঘটনায় স্কুলের সুনাম নষ্ট ও শিক্ষার পরিবেশে মারাত্মকভাবে প্রভাব পড়ে।

একারনে তাদেরকে অপসারন ও কঠিন শাস্তির দাবিতে দীর্ঘ সময় মানববন্ধন পরবর্তী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবুল কাশেম, সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব বুলবুল, সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, সমাজসেবক শাহেন শাহ আলম, সাবেক শিক্ষার্থী নাসিম হোসেন, ইউনিয়ন জামায়াতের প্রশাসনিক সম্পাদক ফয়েজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ। মানববন্ধনে ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ, সর্বশ্রেণী পেশার মানুষ ও স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী ও বর্তমান স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন এবং উক্ত শিক্ষক ও আয়াকে স্কুল থেকে বিতাড়িত করার দাবী জানান।
পরে এলাকাবাসী মিছিল সহকারে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।