মনিরামপুর (যশোর) প্রতিনিধি
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কর্তৃক পবিত্র কুরআন অবমাননা এবং পাহাড়ি সন্ত্রাসীদের দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে যশোরের মনিরামপুরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে মনিরামপুর পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে যশোর জেলা ইমাম পরিষদ, মনিরামপুর থানা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা রশীদ বিন ওয়াক্কাস এবং সঞ্চালনা করেন মুফতি আশফাকুল আনওয়ার ইয়ামিন।
বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, ইমাম পরিষদের নেতা মুফতি মাওলানা ইব্রাহিম, মাওলানা আজিজুর রহমান, আজহারুল ইসলাম, হাসান আল মামুন, মুফতি দেলোয়ার হোসেন, মাহমুদুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, পবিত্র কুরআন অবমাননা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত। তারা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং পাহাড়ি অঞ্চলে চলমান দেশবিরোধী চক্রান্তের তীব্র নিন্দা জানান।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.