Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে বিএনপি’র কর্মী সম্মেলনে বাচ্চু মোল্লা, অঙ্গসংগঠনের কর্মীদের মূল্যায়নের আহ্বান

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ৯, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও বিএনপি দলীয় সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বিএনপি’র তৃণমুল বা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে অঙ্গ সংগঠনের কর্মীদের মূল্যায়ন করার আহবান জানিয়েছেন।

তিনি বলেন ভোট কেন্দ্র পাহারা দেবে অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বিগত ১৬টি বছর আপনারা কেস খেয়েছেন, জেল খেটেছেন এটা আমি স্বীকার করি। কিন্তু ঢাক-খুলনা-কুষ্টিয়ায় দিনের পর দিন আন্দোলন করতে গেছেন সাবেক চেয়ারম্যান এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মী এটা অস্বীকার করার উপায় নেই।

২০২৩ সালে ২৮ অক্টোর ঢাকায় যে বিভৎস্য অবস্থা তৈরী করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার, সেদিন ওই আন্দোলনে যারা গেছেন তারাই জানে গুলি, টিয়ার সেল আর সাউন্ড গ্রেনেডের বিভৎস্যতা। তাই বলবো তৃণমুল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের আমাদের মুল্যায়ন করতে হবে। আজ বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর বিএনপি’র বিশেষ কর্মী সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারাগুনিয়া গার্লস হাইস্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে বিশেষ কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, আতাউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, মাহবুব লস্কর, হারুন অর রশিদ, দৌলতপুর বিএনপি’র প্রবীণ নেতা রুহুল কুদ্দুস, ছাত্রদল আহবায়ক মাসুদুজ্জামান রুবেলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ। বিশেষ কর্মী সম্মেলনে উপজেলার ১৪ ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।