বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উপজেলা শাখার মাসিক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে পৌর এলাকার জামায়াতের উপজেলা কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বকশীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ আব্দুল মকিত মাস্টার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা সভাপতি এডভোকেট আছিমুল হক।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহ-সভাপতি রাসেল মাহমুদ, উপজেলা সেক্রেটারি মোঃ আবুল খায়ের এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আছিমুল হক বলেন,
“শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীদের উদ্দেশ্য শুধু শ্রমিকদের অধিকার রক্ষা নয়, বরং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। আমাদের প্রতিটি কর্মীকে ইসলামি আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের কল্যাণে কাজ করতে হবে। আগামি জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের কাছে পৌঁছাতে হবে সত্য, ন্যায় ও সেবামূলক রাজনীতির বার্তা নিয়ে।”
বক্তব্যে তিনি আরও বলেন “বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই প্রত্যেক নেতা-কর্মীকে সংগঠনের আদর্শ ও লক্ষ্য জনগণের মাঝে তুলে ধরতে হবে এবং ভোটারদের আস্থা অর্জনে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
সভায় অন্যান্য বক্তা বলেন, আগামী নির্বাচনে ভোটারদের ঘরে ঘরে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের পক্ষে গণসংযোগ জোরদার করার আহ্বান জানান। এছাড়াও নির্বাচনের দিন কর্মীদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.