শারমিন সুলতানা, ( নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফৌজি আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি, শিক্ষা বৃত্তি, শিক্ষা সামগ্রী বিতরণ এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১০ অক্টোবর ২০২৫ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবক্কর সিদ্দিকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রাকীন মাশরুর খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম ফজলুল হক, ম্যানেজিং কমিটির সভাপতি এ.কে.এম মাহফুজুল হক, এবং পলাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন।
অনুষ্ঠানটির আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন Ex-Students Forum, FAUB।
Ex-Students Forum, FAUB ২০২৩ সাল থেকে বিদ্যালয়ের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। প্রাক্তন শিক্ষার্থীদের অক্লান্ত প্রচেষ্টায় বিদ্যালয়টি এখন নতুন রূপে জেগে উঠেছে। ফোরামের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধন, নতুন গেইট নির্মাণ, শ্রেণিকক্ষ সংস্কার, বেঞ্চ সরবরাহ, শিক্ষকদের সম্মাননা প্রদান, এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।
এর পাশাপাশি, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত বিশেষ প্রস্তুতিমূলক ক্লাসও চালু করা হয়েছে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের আন্তরিক সহযোগিতায় বিদ্যালয়ে একটি আন্তর্জাতিক মানের পাঁচতলা নতুন ভবনের নির্মাণকাজও শুরু হচ্ছে, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে।
ফোরামের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। তাদের উদ্যোগ ও ভালোবাসায় বিদ্যালয়টি আজ প্রাণ ফিরে পেয়েছে।
শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, Ex-Students Forum সমাজসেবামূলক কাজেও অগ্রণী ভূমিকা রাখছে। অসহায়দের সহায়তা, চিকিৎসা সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার নানা কর্মকাণ্ডে তারা মানবতার অনন্য উদাহরণ স্থাপন করেছে।
ফৌজি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এই সাফল্য এখন পলাশ উপজেলার গর্ব। এটি প্রমাণ করেছে—একদল প্রাক্তন শিক্ষার্থীর আন্তরিকতা, ঐক্য ও দায়বদ্ধতা একটি শিক্ষা প্রতিষ্ঠানকে যেমন বদলে দিতে পারে, তেমনি বদলে দিতে পারে একটি প্রজন্মের ভবিষ্যৎ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.