টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি
গাজা উপত্যকায় টানা দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজ শেষে টুঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদ্রাসায় মুসল্লিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
উম্মতি মুহাম্মদী (সা.) পক্ষ থেকে এ মিষ্টি বিতরণ কর্মসূচিতে অংশ নেন টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রইছুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হাসান, উপজেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের কর্মী এসএম লিমন ও সোহেল বিশ্বাসসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।
বাংলাদেশ যুব অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম বলেন, “গাজায় দীর্ঘদিন ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান মুসলিম বিশ্বের জন্য এক স্বস্তির খবর। আমরা এই আনন্দে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি এবং মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করেছি।”
এ সময় উপস্থিত মুসল্লিরা গাজার স্থায়ী শান্তি, মানবতার সুরক্ষা এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য বিশেষ দোয়া করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.