মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী শেখ। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার দিগনগর ইউনিয়নের কানুড়িয়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী শেখ লিখিত বক্তব্যে জানান, “আমি মোহাম্মদ আলী শেখ, পিতা মৃত তোরফান উদ্দিন শেখ। অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। তবে বর্তমান আওয়ামী লীগের দেশবিরোধী এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড আমার নীতি ও আদর্শের পরিপন্থী হওয়ায় আমি দলটির প্রাথমিক সদস্য পদসহ সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করছি।”
তিনি আরও বলেন, “আমি প্রতিজ্ঞা করছি যে, আজকের পর থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না। আমি দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করে যেতে চাই।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.