যশোর প্রতিনিধি
যশোরের কুয়াদা বাজারে রিকশা ছিনতাইয়ের সময় জনতার হাতে ধরা পড়েছেন এক স্বামী-স্ত্রী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন—যশোর শহরের বারান্দীপাড়া আমতলার মৃত জাফর আলীর ছেলে পারভেজ এবং বাউলিয়া হামিদপুর গ্রামের মৃত জহুরুল ইসলামের মেয়ে মিষ্টি ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াদা বাজারসংলগ্ন একটি ধানক্ষেত থেকে চিৎকার শুনে স্থানীয়রা সেখানে ছুটে যান। গিয়ে তারা দেখতে পান, রিকশাচালক মিজানুর রহমানকে মারধর করছেন এক দম্পতি। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তিনজনকেই ধরে বাজারে নিয়ে আসেন। পরে ধীরে ধীরে পুরো ঘটনার আসল চিত্র উন্মোচিত হয়।
রিকশাচালক মিজানুর জানান, ওই দম্পতি শহর থেকে তার রিকশা তিন ঘণ্টার জন্য ৩০০ টাকায় ভাড়া নেন। এরপর একপর্যায়ে তারা তাকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ান। অচেতন হয়ে পড়ার পর, জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই তারা তাকে মারধর শুরু করে এবং চাকু দেখিয়ে রিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন তিনি প্রাণ বাঁচাতে চিৎকার করেন।
চিৎকার শুনে এলাকাবাসী দ্রুত সেখানে গিয়ে তাদের আটক করেন এবং পারভেজকে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং তিনজনকেই উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.