ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারের প্রথম পর্বের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের একটি মাঠে এ আয়োজন করেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী আহসান উদ্দিন খান শিপন।
প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় এই ভিডিও সাক্ষাৎকার উপভোগ করেন স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী। অনুষ্ঠানটি ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজক আহসান উদ্দিন খান শিপন বলেন, "তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রদর্শনের মাধ্যমে আমরা সাধারণ মানুষের মাঝে দলের বক্তব্য ও অবস্থান তুলে ধরেছি। ভবিষ্যতেও বিএনপির বিভিন্ন কর্মসূচি এভাবেই জনসম্মুখে তুলে ধরা হবে। আমি বিশ্বাস করি, দলের প্রতি আমার দায়বদ্ধতা ও অবদানের ভিত্তিতে বিএনপি আমাকে মনোনয়ন দিয়ে মূল্যায়ন করবে।"
প্রদর্শনী অনুষ্ঠানে সরাইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আহসান উদ্দিন খান শিপন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। দীর্ঘদিন ধরে তিনি দলের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন এবং মাঠপর্যায়ে দলের বার্তা পৌঁছে দিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.