গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে শুক্রবার দুপুরে মাহিম প্যাদা (১৩) মৃত্যুবরণ করেছে। সে ওই গ্রামের ফাহাদ প্যাদার একমাত্র পুত্র এবং পার্শ্ববর্তী উত্তর রমজানপুর ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
গৌরনদী মডেল থানার এস আই নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১১ টার দিকে মাহিম প্যাদা সহ অন্যান্য বন্ধুরা পূর্ব বড়দুলালী বাদামতলা জামে মসজিদ পরিষ্কার পরিছন্নতা করতে যায়। এ সময় ওযুখানা পরিষ্কার করার সময় পানির পাম্পের বৈদ্যুতিক তারে ফাহিম বিদ্যুৎপৃষ্ঠ হয়।
গুরুতর অবস্থায় উদ্ধার করে মাহিমকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। পারিবারিক কোনো অভিযোগ না থাকায় পুলিশ সুরাতহাল শেষে লাস্ট দাফনের অনুমতি দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.