হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ প্রচার সম্পাদক রিপন আলীর বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগে তুলে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী । শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার চককীর্তি লহলামারী বাজারে ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন লহলামারী আম সমিতির সভাপতি আশরাফুল আলম মারুফ, লহালামারী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আইনুল বারী, ভুক্তভোগী মমিন আলী, সাইরুল ইসলাম, আশরাফুল আলম, মিজানুর রহমান ও ইউপি সদস্য শামীম রেজাসহ অন্যরা ।
মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেয় । বক্তারা বলেন, রিপন আলী আওয়ামীলীগ সরকারের সময় দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে পুলিশের ভয় দেখিয়ে এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে । পঞ্চম শ্রেণীর গণ্ডি পার না হলেও নিজেকে সাংবাদিক পরিচয়ও দিতো সে । এভাবে সে নারীদের সাথেও বিভিন্নভাবে প্রতারণা করেছে ।
বক্তারা আরও বলেন, মাঝে মাঝে পল্লীবিদ্যুতের কর্মচারী সেজে বিদ্যুতের নতুন সংযোগ ও বৈদ্যুতিক খুঁটি পাইয়ে দেয়ার নামে অসহায় নিরিহ মানুষকে জিম্মি অর্থ আত্মসাত করেছে রিপন । এমনকি সে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত বলেও মন্তব্য করেন বক্তারা । তার অপকর্মে অতিষ্ঠ হয়ে সকল পাওনা টাকা ফেরত ও গ্রেফতার করে দ্রুত বিচার দাবি করেন এলাকাবাসী ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.