দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি
প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার বন্ধে পটুয়াখালীর দুমকিতে অভিযানে যাওয়া মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ টিমের ওপর সংঘবদ্ধ জেলেরা হামলা করেছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে আনুমানিক ৫টার দিকে উপজেলার আলগী এলাকায় পায়রা নদীতে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইলিশ শিকারবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মৎস্য বিভাগের কর্মকর্তারা নদীতে কয়েকটি নৌকা ও জাল জব্দের চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তেই আলগী এলাকার কিছু জেলে ও তাদের স্বজনরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে অভিযানের ট্রলার লক্ষ্য করে হামলা চালায়। তারা পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের ওপর নির্বিচারে ইট নিক্ষেপ করতে থাকে।
জেলেরা সংঘবদ্ধভাবে আক্রমণ করায় বাধ্য হয়ে অভিযানের ট্রলারটি নদীর আলগী চরে একটি নিরাপদ দূরত্বে সরে গিয়ে অবস্থান নেয়। এই আকস্মিক হামলায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রলারের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে এর মধ্যেই অভিযান টিম দুটি নৌকা জব্দ করতে সক্ষম হয়।
এ প্রসঙ্গে উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অফিসার মো: সাইফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের সময় জেলেরা হঠাৎ সংগঠিত হয়ে আক্রমণ করে। তিনি আরও নিশ্চিত করেন, এই হামলায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় পটুয়াখালী জেলায় ২২ দিনের বিশেষ অভিযান চলছে। এই গুরুত্বপূর্ণ সময়ে কিছু এলাকায় জেলেদের এমন প্রতিরোধের কারণে অভিযান কার্যক্রমে ঝুঁকি ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.