জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আগামী জাতীয় নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু ও পাঁচ দফা দাবিতে আশাশুনিতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে আশাশুনি বাজারে সর্বস্তরের মানুষ ও ব্যবসায়ীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মো. নজরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা আব্দুল গফফার, উপজেলা জামায়াতের আমির ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, বায়তুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য এ বি এম আলমগীর পিন্টু, সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ এবং সেক্রেটারি মাওলানা আব্দুল হাই প্রমুখ।
প্রধান অতিথি শহিদুল ইসলাম মুকুল তার বক্তব্যে বলেন, “দেশে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পিআর পদ্ধতির বিকল্প নেই।”
তিনি আগামী ১২ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে জেলা জামায়াত আয়োজিত গণমিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.