Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তালায় জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
অক্টোবর ১০, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)

সাতক্ষীরার তালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় ধানদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর অশোকের মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।

 

পথসভায় সভাপতিত্ব করেন ধানদিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।

সভা সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আনিছুর রহমান।

 

সভায় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা শুরা সদস্য মাওলানা রেজাউল করিম, নগরঘাটা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মেহেদী হাসান, স্থানীয় নেতা রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক প্রমুখ।

 

বক্তারা বলেন, দেশের চলমান অন্যায়-দুর্নীতি, দমন-পীড়ন ও ন্যায়বিচারের অভাব দূর করতে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।

 

এর আগে সকালে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ নগরঘাটা ইউনিয়নের নিমতলা গ্রামের দুলাল চন্দ্র সরকারের ছেলে আহত সবুজ সরকারকে দেখতে যান এবং তার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।