উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আফরী এ্যাডুকেশনাল কনসালটেন্স ফার্মের কর্পোরেট অফিস। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় পৌরসভার ৭নং ওয়ার্ডের বলাকা মোড়ের রওনক ভিলায় ফার্মটির কর্পোরেট অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফরী এ্যাডুকেশনাল কনসালটেন্স ফার্মের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আখলাকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঞ্জাব, ভারতের জি জি আই (আইকে গুজরাল পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটি)-এর ইন্টারন্যাশনাল ডিরেক্টর সঞ্জয় আরোরা।
বিশেষ অতিথি ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. রাকিব হোসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আফরী এ্যাডুকেশনাল কনসালটেন্স ফার্মের বীরগঞ্জ অফিসের নির্বাহী পরিচালক বিমল রায়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সঞ্জয় আরোরা বলেন, “আফরী এ্যাডুকেশনাল কনসালটেন্স ফার্মের এই কর্পোরেট অফিস উদ্বোধনের মাধ্যমে বীরগঞ্জের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার নতুন দিগন্তে প্রবেশ করবে। জি জি আই সবসময়ই বাংলাদেশের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও ক্যারিয়ার গঠনে সহযোগিতা করে আসছে। আমি বিশ্বাস করি, এই প্রতিষ্ঠানের মাধ্যমে উত্তরবঙ্গের মেধাবী শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ পাবে।”
বিশেষ অতিথি মো. রাকিব হোসেন বলেন, “আজকের এই উদ্বোধন বীরগঞ্জের শিক্ষার্থীদের জন্য এক অনন্য মাইলফলক। আফরী এ্যাডুকেশনাল কনসালটেন্স ফার্মের মাধ্যমে বিদেশে পড়াশোনার স্বপ্ন এখন আরও সহজ হবে। এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করে তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে এ কে এম আখলাকুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করা। বীরগঞ্জে কর্পোরেট অফিস উদ্বোধনের মাধ্যমে আমরা উত্তরবঙ্গের শিক্ষার্থীদের আরও কাছাকাছি যেতে চাই।”
অনুষ্ঠান শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ ও স্মারক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.