নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলার বামনপাড়া টেকনিক্যাল ইনস্টিটিউট এর সুপারিনটেনডেন্ট মো. হুমায়ুন রেজা খানকে বেধরক মারধর করে বাসায় উঠিয়ে নিয়ে গিয়ে তিন কর্মচারীর নিয়োগপত্র, যোগদানপত্রসহ নিয়োগ সংক্রান্ত কাগজপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের সাবেক সভাপতি বসির উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সুপারিন্টেন্ডেন্ট বৃহস্পতিবার দিবাগত রাতে বদলগাছী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার বামনপাড়া টেকনিক্যাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট হুমায়ুন রেজা খান গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বদলগাছী থানার সন্ন্যাসতলা এলাকায় দিয়ে যাওয়ার পথে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সাবেক সভাপতি বসির উদ্দিন এবং তার ছেলে মো. বুলেট হোসেন, চক কামাল এলাকার মো. হাবিব হোসেনসহ আরও ৫ থেকে ৬ জন মিলে তার পথ রোধ করে তাকে জোরপূর্বক অটোচার্জার গাড়িতে তুলে জয়পুরহাট সদর উপজেলার ওই প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মো. বছির উদ্দিনের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে বিদ্যালয়ের তিনজন কর্মচারী নিয়োগ সংক্রান্ত কাগজপত্রে জোর করে স্বাক্ষর করিয়ে নেয়।
ভুক্তভোগী হুমায়ুন রেজা খান বলেন, গত ২০২৩ খ্রিস্টাব্দে আমার প্রতিষ্ঠানে তিনজন কর্মচারী নিয়োগের জন্য নিয়োগ বোর্ড গঠন করা হয়। পরবর্তীতে বিভিন্ন কারণে তাদের নিয়োগ দেওয়া যায়নি। গতকাল আমাকে অপহরণ করে নৈশ্য প্রহরী বাধন হোসেন, আয়া পদে ফারজানা ও পরিচ্ছন্নতা কর্মী পদে জালাল হোসেনের নিয়োগপত্র, যোগদানপত্রসহ এমপিওভুক্ত করতে যে যে কাগজপত্র প্রয়োজন হয় তাতে আমাকে মারধর করে স্বাক্ষর করে নেয়। এরপর তারা আমাকে রাত ৭ টার দিকে ছেড়ে দেয়। ঘটনাটি আমার প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি ও সহকর্মীদের জানিয়েছি এবং গতকাল রাতেই আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এবিষয়ে জানতে বসির উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।