রাকিব চৌধুরী, নবধারা
এনটিভির গোপালগঞ্জ স্টাফ করেসপন্ডেন্ট মাহবুব হোসেন সারমাত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে মাহবুব হোসেন সারমাত স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গোপালগঞ্জের সাংবাদিক সমাজ, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোক নেমে এসেছে।
জানা গেছে, গত বুধবার (৮ অক্টোবর) তাঁর বুকে থাকা একটি সিস্টের অপারেশন করা হয়েছিল। ওইদিনই নিজের ফেসবুক ওয়ালে তিনি লিখেছিলেন,“বুকের সিস্টের অপারেশন করা হলো। আমার জন্য দোয়া করবেন।”
কিন্তু অপারেশনের দুই দিন পরই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি না ফেরার দেশে চলে যান।
মাহবুব হোসেন সারমাতের আকস্মিক মৃত্যুতে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজ গভীর শোক প্রকাশ করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।