দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আগামীতে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি’র ঘোষিত ৩১ দফাকে বাংলাদেশের জনগণের মুক্তির সনদ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর (উত্তর) যুবদলের আহŸায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল। এসময় তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনো চাঁদাবাজ সন্ত্রাসী বা দুর্নীতিবাজকে মনোনয়ন দিবে না, সৎ ও যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিবে বলে তার বক্তব্যে উল্লেখ করেন।
আজ শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বৈরী আবহাওয়ার মধ্যেও দৌলতপুর উপজেলার পিয়ারপুর, আদাবাড়িয়া ও প্রাগপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কযয়েক হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।
শরীফ উদ্দিন জুয়েল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমানের নির্দেশে ঘোষিত ৩১ দফা আগামীতে দেশের মুক্তির সনদে পরিণত হবে। এই ৩১ দফার আলোকে বিএনপি আগামীতে দেশ পরিচালনা করবে। দৌলতপুরের প্রতিটি ঘরে প্রতিটি মানুষের কাছে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। মানুষ এখন পরিবর্তন চায়। তারা সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজি, মাদক ও নারী নির্যাতনমুক্ত এক শিক্ষিত ও উন্নত দৌলতপুরের স্বপ্ন দেখছে। আর সেই স্বপ্ন বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ দৌলতপুরকে সন্ত্রাস ও মাদকে ভরিয়ে দিয়েছে। সাধারণ মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে। এখন দৌলতপুরবাসী সেই নিপীড়ন, নির্যাতনেরর অবসান চায়।
একটি পক্ষ উদ্দেশ্যমুলক ভাবে মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি। কিন্তু একটি পক্ষ দৌলতপুরের মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে ১০০%-২০০% মনোনয়ন নিশ্চিত করে ফেলেছে। এটা সম্পূর্ণ মিথ্যা। দলের হাইকমান্ড মাঠ পর্যায়ের তথ্য যাচাই করছে। যেসব সৎ, যোগ্য, ত্যাগী নেতারা রাজপথে ছিলেন, জনসাধারণের পাশে ছিলেন, তাদেরকেই মনোনয়ন দিবে। কোনো চাঁদাবাজ সন্ত্রাসী বা দুর্নীতিবাজকে মনোনয়ন দিবে না বিএনপি।
তিনি আরও বলেন, তারেক রহমান সুস্পষ্টভাবে বলে দিয়েছেন মানুষের দ্বারে যেতে হবে, তাদের ভালোবাসা অর্জন করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে মানুষ মুখ ফিরিয়ে নেয়। শুধুমাত্র সৎ ও যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিবে দল।
গণসংযোগ ও পথসভায় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েয়ে সাথে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন, দৌলতপুর কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টার, দৌলতপুর কৃষকদলের যুগ্ম-আহবায়ক নারী নেত্রী সুরাইয়া আক্তার কাজল, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবিদ হাসান মন্টি সরকার, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক কমিটির সদস্য আলাউদ্দিন বাদল, দৌলতপুর যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম ও যুবদলের যুগ্ম-আহবায়ক জাফর ইকবাল কর্নেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.